সম্প্রীতিই শক্তি, শিক্ষাই মুক্তি
Harmony is Strength, Education is Freedom

আমাদের স্কুল, আমাদের গর্ব
Our School, Our Pride

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়
Atigram Akul Chandra High School

“আন্তরিকতা ও সৌহার্দতার সাথে মানসম্মত শিক্ষা প্রদানই এর মূল লক্ষ্য”

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় একটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান যা অত্র এলাকার ছেলে-মেয়েদের শিক্ষা প্রদানের লক্ষ্যে ১৯৪৭ সালের ০১ জানুয়ারী এর শিক্ষা কার্যক্রম শুরু করে। শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মানুষের মুক্তি, ক্ষমতায়ন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এর অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে অত্র এলাকার জমিদার শ্রী আকুল চন্দ্র রায়ের নাম অনুসারে তার জ্ঞান পিপাসু পৌত্র নীল মাধব রায় এলাকার জনগণকে সাথে নিয়ে গ্রামীণ জনপদের মানুষের শিক্ষাদানের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করেন। শিক্ষাকে মুক্তির প্রধান মাধ্যম হিসাবে বেছে নিয়ে জমিদার শ্রী নীল মাধব রায় তার দুরদর্শিতার স্বাক্ষর রাখেন এবং একইসাথে শিক্ষার প্রতি তার অনুরাগ, দৃঢ় বিশ্বাস এবং আস্থা প্রদর্শন করেন। স্কুলের স্থান নির্বাচনের ক্ষেত্রেও তিনি তার দূরদর্শিতার স্বাক্ষর রাখেন। স্কুলটি এমন একটি স্থানে প্রতিষ্ঠা করেন যা শীতকালে মাটির রাস্তা দিয়ে ও বর্ষাকালে নৌপথে যাতায়াত করা যায়।বিগত ৭৫ বছরে স্কুল ভবনের সংস্কার সহ নানা পরিবর্তন লক্ষণীয়, তবে বিদ্যালয় ভবনের কিছু অংশ এখনও তার গৌরবময় ইতিহাস বহন করে যাচ্ছে।

প্রধান শিক্ষকের বাণী

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়টি একটি পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদানের জন্য আমি স্কুল কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ।

এই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সচিব, প্রকৌশলী, চিকিৎসক, পি.এইচ.ডি ডিগ্রীধারী, অধ্যাপক, শিক্ষক, আইনজীবী, বিচারপতি, রাজনীতিবিদ, ব্যাংক কর্মকর্তা, সমাজসেবক, দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত এবং জাতীয় পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।

এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষের গুরু দায়িত্ব বহনের ভার বহনের জন্য সবার কাছে চাচ্ছি সহযোগিতা, সহমর্র্মিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ (অগ্রনীল কল্যাণ সংঘ)

Atigram Akul Chandra High School Alumni Welfare Association
(Agranill Welfare Association)

সম্প্রীতিই শক্তি, শিক্ষাই মুক্তি

গত ০৭ জানুয়ারী ২০২৩ সালে স্কুলের প্রায় ১৫০০ বেশী প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তার পরিবার এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের নিয়ে পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পূর্তি উদযাপন করে। পুনর্মিলনী ও ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের একটি নতুন মাত্রা যোগ হয়।

এই বন্ধুত্বের বন্ধন ধরে রাখা ও একে আরও দৃঢ় করা সহ নানাবিধ কল্যাণ মূলক কাজ করার বিষয়ে অনেকেই বেশ আগ্রহ প্রকাশ করেন। বন্ধুত্বের বন্ধন ধরে রাখা ও একে আরও সুদৃঢ় এবং স্কুলের শিক্ষার মান উন্নয়ন ও নানাবিধ কল্যাণ মূলক করার উদ্দেশ্যে ২৩শে এপ্রিল ২০২৩ সালে “আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ” নামে একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

ক) আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সার্বিক ভাবমূর্তি এবং শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা। যেমন, বর্তমানে শিক্ষারত সাহায্য পাওয়ার যোগ্য (মেধাবী ও দরিদ্র) ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তি প্রদান, এবং গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবের উন্নয়নে সহায়তা প্রদান;

খ) প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্কুল পরবর্তী পর্যায়ে শিক্ষা গ্রহণে সাহায্য পাওয়ার যোগ্য (মেধাবী ও দরিদ্র) ছাত্র-ছাত্রীদের সাহায্য প্রদান এবং কর্মজীবন উন্নয়ন প্রশিক্ষণ ও কাউন্সেলিং সংক্রান্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা;

গ) প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন এবং একে-অন্যকে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করা। যেমন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য সমাবেশ ও বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা; সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থা করা; অসুস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা, ইত্যাদি;

ঘ) সংঘের সাধ্য মোতাবেক সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা। যেমন, দরিদ্র এতিম ও অসহায় বিবাহযোগ্যা ছাএীদের আর্থিক সহায়তা করা;

ঙ) উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে সহায়ক এরূপ অন্য সকল কার্যাবলী সম্পাদন করা।

সদস্যের ধরণ

ক)  সাধারণ সদস্য ও আজীবন সদস্য: আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে কমপক্ষে এক বছর পড়াশুনা করেছে। তবে সংঘের কার্যকরী পরিষদের সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস. এস. সি. পাশ হতে হবে।

খ)  সম্মানিত সদস্য: কার্যনির্বাহী কমিটি প্রয়োজনবোধে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নহেন, তবে সংঘের মর্যাদা ও স্বার্থের উন্নয়নে/পরিবর্ধনে সহায়ক এবং দাতা এমন স্বনামধন্য ব্যক্তিবর্গকে সম্মানিত সদস্যপদ প্রদান করিতে পারিবে।

২৩শে এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত “আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ” প্রতিষ্ঠা বিষয়ক সভার কিছু ছবি।

শুভেচ্ছা বার্তা

প্রিয় প্রাক্তন ছাত্র-ছাত্রী,

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের সভাপতি হিসাবে আমি আপনাদের সকলকে অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে স্বাগত জানাচ্ছি। ২০২৩ সালের এপ্রিল মাসে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা আমাদের প্রিয় স্কুলের শিক্ষার মান উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে, তবে আমাদেরকে আরও অনেক দুর যেতে হবে।

স্কুল পর্যায়ে, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ সম্ভবত বাংলাদেশে প্রথম এবং আমরা একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আমাদের লক্ষ্য হল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে সংযোগ গড়ে তোলা, বর্তমান শিক্ষার্থীদের সাহায্য করা এবং আমাদের স্কুলের চলমান শিক্ষার মান উন্নয়নে অবদান রাখা। একইসাথে, আমরা শিক্ষার মান উন্নয়নে অর্থপূর্ণ পরিবর্তন আনতে এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করতে আমাদের প্রাক্তন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মিলিত জ্ঞান এবং প্রতিভাকে কাজে লাগাতে চাই ।

২০২৩ সালে আমরা আমাদের শিক্ষকসহ স্কুলের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের স্মৃতি, ছাত্র-ছাত্রীদের কৃতিত্ব ও অবদান এবং আমাদের মধ্যে যে মূল্যবোধগুলি জন্ম হয়েছে তা একে অপরের সাথে ভাগ করে নিয়েছি । আসুন আমরা সবাই আশা এবং দৃঢ়সংকল্পের সাথে কাজ করি, যেহেতু আমরা আমাদের বন্ধনকে শক্তিশালী করতে চাই এবং করতে চাই স্কুলের শিক্ষার মান উন্নয়ন।

আমি আপনাদের প্রত্যেককে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে, আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করতে এবং একে অপরের সাথে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ ও উৎসাহিত করছি, কারণ আমরা আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করছি এবং তা চলমান রাখতে দৃঢ় প্রত্যয়ী। 

আসুন আমরা সবাই এই সংঘকে গৌরবের বাতিঘর এবং সকলের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে গড়ে তুলি।

সবার প্রতি রইল অনেক উষ্ণ শুভেচ্ছা।

মোজাহারুল আলম

পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পূর্তি উদযাপন

“এসো মিলি প্রাণের টানে, স্মৃতিচারণে প্রিয় শিক্ষাঙ্গনে

০৭ জানুয়ারী ২০২৩

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন

শুভেচ্ছা বার্তা
মো. আশরাফ হোসেন
সিনিয়র জেলা ও দায়রা জজ (অবঃ)
পরিচালক, রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদ।
বিসমিল্লাহির রাহমানির রাহীম

আটিগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় আমার শিক্ষা জীবনের মাধ্যমিক স্তরের শেষাংশের বিদ্যাপীঠ। মানিকগঞ্জের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মধ্য, নিম্নমধ্যবিত্ত এবং দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর একমাত্র প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়। যার বিদ্যোৎবিভাসে উজ্জীবিত, বিকশিত হয়েছে হাজারো বিদ্যার্থীর প্রাণ। আলোকিত, উন্মীলিত চিত্তের সেইসব মুক্তপ্রাণ মানুষেরা আজ বিদগ্ধ শতদলে প্রস্ফূটিত। তারা দেশে কিংবা বিদেশে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নানামুখী উন্নয়নে অবদান রেখে চলেছে। এই বিদ্যায়তনের প্রতিভাধর কয়েকজন অনুজ কর্তৃক একটি প্রাক্তনী-সম্মিলনের ঐকান্তিক প্রচেষ্টায় আমি অসীম আনন্দে উদ্বেলিত ও গভীরভাবে উচ্ছ্বসিত। আমি তাদের এই আন্তরিক প্রয়াসের সাফল্য কামনা করছি।

‘‘কেউ ভোলে না, কেউ ভোলে অতীত দিনের স্মৃতি”

আজ আমাদের অনেকেই বয়সের ভারে ন্যুব্জ, ক্লিষ্ট, জীবনের ভারে পিষ্ট, সন্তানের ভবিষ্যত রচনায় কিংবা নানবিধ সমস্যার অভিঘাতে জর্জরিত। চলিষ্ণু এ জীবনের শৈশব, কৈশোর পেরিয়ে উদ্দাম যৌবনের চৌকাঠে পা রেখে যখন এ মাধ্যমিক বিদ্যায়তনে প্রবেশ করেছিলাম, তখন পার করেছি নির্ভার প্রাণোচ্ছল দিন, অপার আনন্দে ভেসেছি নিরন্তর। সে সময়কালের কতই না মধুময় স্মৃতিপট সঞ্চারিত হয়ে আছে মনে। আসুন না, ক্ষণিকের জন্য ফিরে যাই মায়াময় স্মৃতিগন্ধী সেই অতীতে। সহপাঠীদের মিলনমেলায় খুঁজে বেড়াই সে অদম্য সময়কে; রোমন্থন করি ফেলে আসা টুকরো টুকরো সেসব মিষ্ট-তিক্ত ঘটনাবহুল দিনগুলো! শুধু তাই নয়, সে সময়ে সকালে ঘুম থেকে উঠে প্রাতরাশ শেষে উর্ধ্বশ্বাসে নানাস্থান থেকে ছুটে এসে জড়ো হতাম যে বিদ্যাপীঠে, তার ‘প্যারেড গ্রাউন্ডে’ একে অপরের কাঁধে হাত রেখে একাত্ম হতাম গভীর মমত্বে; আজ পরিণত বয়সে একবার সে সতীর্থদের কাছে পেয়ে আসুন সদর্পে বলি উঠি, “তুই কেমন আছিস ভাই? তুই-ই যে মোর প্রাণ।” আমাদের সে সময় ও সমাজ যে আমাদের কৈশোরের শয্যা, যৌবনের উপবন! স্কুলটির প্রাঙ্গণ যে আমাদের তীর্থস্থান! এর কল্যাণ যে আমাদেরই কল্যাণ! এ যে আমাদের উত্তরসূরীদের স্বপ্ন নিকেতন!

ধন্যবাদ জ্ঞাপন
মোজাহারুল আলম
আহ্বায়ক, পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পূর্তি উদযাপন

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়
প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পূর্তি উদযাপন
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছ ও করেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি।

পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পূর্তি উদযাপনের সংক্ষিপ্ত ভিডিও