পুনর্মিলনী ২০২৩

পুনর্মিলনী ২০২৩

“এসো মিলি প্রাণের টানে, স্মৃতিচারণে প্রিয় শিক্ষাঙ্গনে

০৭ জানুয়ারী ২০২৩
আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন

“ঋণ” তা যদি হয় শিক্ষালয় ও শিক্ষা গুরুর কাছে,
এ-ঋণ শোধিবার সাধ্য কাহার আছে
মোজাহারুল আলম
আহ্বায়ক, পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পুর্তি উদযাপন আয়োজক কমিটি

‘হ্যাঁ’ শব্দটি আমার কাছে যতটা প্রিয়, ‘না’ শব্দটি তার চেয়ে ঠিক শতগুনে অপ্রিয়। পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন উপলক্ষে উপদেষ্টা কমিটির সদস্য থেকে শুরু করে অন্যান্য সকল কমিটির সদস্যবৃন্দ এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমার কাছ থেকে ‘না’ শব্দের মুখোমুখি হয়েছেন বা হয়েছ তার জন্য আমি সত্যিই দুঃখিত। আপনারা বা তোমরা যে ‘না’ শব্দটি শুনেছেন বা শুনেছ তা আমাকে করতে হয়েছে আমার উপর অর্পিত গুরু দায়িত্বের অংশ হিসাবে ও অনুষ্ঠানের সার্বিক দিক বিবেচনা করে। আশা করি সবাই ‘না’ শব্দটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও দেখবে।

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পুর্তি উদযাপনের মত বিশাল কর্মযজ্ঞের সার্বিক দায়িত্ব আমাকে পালন করতে হবে প্রাথমিক ভাবে আমার এমনটি ধারণা ছিল না। কিন্তু সময়ের বিবেচনায় ও আনুষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনা করে আমি এই গুরু দায়িত্বের ভার নেই। আমি যথা সাধ্য চেষ্ঠা করেছি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে যতটা সম্ভব সুন্দর একটা অনুষ্ঠান তুলে ধরার। তাই কমিটি গঠন করা থেকে শুরু করে রেজিস্ট্রেশনের কাজ পরিচালনা, অনুষ্ঠান সূচী সাজানো, অনুষ্ঠানের সমস্ত কেনাকাটা সহ প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কাজ করার ক্ষেত্রে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তান ছাত্র-ছাত্রী সহ উপদেষ্টা কমিটি ও অন্যান্য সকল কমিটির সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ তাদের সার্বিক সহযোগিতার জন্য। এই বিশাল কর্মযজ্ঞের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেক কাজ করতে হয়েছে, সবকিছু হয়তো সবার মনমত হয়নি, কারো কাছে হয়তো আমাদের করা কাজ ভুল মনে হয়েছে, এটাই স্বভাবিক। আপনাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ ভুল বা শুদ্ধের আলোচনায় না যেয়ে আমাদের পুনর্মিলনীর “এসো মিলি প্রাণের টানে, স্মৃতিচারণে প্রিয় শিক্ষাঙ্গনে” স্লোগানে নিজেদেরকে উদ্ভাসিত করি, ভুলে যাই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈসাদৃশ্য, আর পড়ার সাথীকে জড়িয়ে ধরে বলি কেমন আছিস, দেখা নেই কত কাল!

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের কাছে আমার ঋণের শেষ নেই। এর সাথে যোগ হলো পুনর্মিলনী ২০২৩ ও স্কুলের ৭৫ বছর পুর্তি অনুষ্ঠান আয়োজনে যারা নিরলসভাবে কাজ করে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন ও আমাদের সবাইকে একত্রিত করার প্রয়াসে কাজ করেছেন বা করেছে তারা। আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান, কমিটির অন্যান্য সদস্য সহ প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। আমি ব্যক্তিগত ভাবে আটিগ্রাম ইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনেকের সাথে যোগাযোগ করেছি ও আর্থিক সহযোগিতার জন্য আহ্বান করছি। যেসকল ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে আমাদেরকে পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পুর্তি উদযাপন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন, আয়োজক কমিটির পক্ষ থেকে আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

পরিশেষে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আর পুনর্মিলনী ২০২৩ ও আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তি উদযাপন অনুষ্ঠানটি আপনাদের সবার জন্য উপভোগ্য হবে এই কামনা করি।

পুনর্মিলনী অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র

স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবীকা

৭ই জানুয়ারী ২০২৩ সালে বেশ আনন্দঘন পরিবেশে ৯৫০ জনের বেশী প্রাক্তন ছাত্র-ছাত্রী তাদের পত্নী/পতি এবং বাচ্চা সহ প্রায় ১৫০০ জন পুনর্মিলনী ২০২৩-এ যোগদানের জন্য নিজ নিজ ব্যাজ ও পুনর্মিলনীর সামগ্রী সংগ্রহের জন্য আটিগ্রাম স্কুল প্রাঙ্গণে উপস্থিত হন। সারাদিন প্রায় ৪০ জনের বেশী স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবীকা অনুষ্ঠানটি সফলভাবে সংগঠিত করার জন্য নিরলস ভাবে কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।

পুনর্মিলনী অনুষ্ঠান

পুনর্মিলনী অনুষ্ঠানটি ০৭ জানুয়ারী ২০২৩ তারিখে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়, আটিগ্রাম, মানিকগঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই দিনে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পুনর্মিলনী ২০২৩ ও ৭৫ বছর পুর্তি উদযাপন করে, একে অপরের সাথে প্রানের মিলনমেলায় অংশ গ্রহণ করে ও শুভেচ্ছা বিনিময় করে। অনুষ্ঠানের অংশ হিসাবে প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীদেরকে তাদের সফলতার জন্য পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে.

কমিটি

পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ের পরিকল্পনা ও সম্পাদনার জন্য উপদেষ্টা কমিটি, আয়োজক কমিটি সহ সকল উপ-কমিটি ও আঞ্চলিক কমিটি নিরলস ভাবে কাজ করার জন্য সকল সদসজদেরকে ধন্যবাদ জানাই। কমিটির সকল সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক জনাব মোজাহারুল আলম-কে পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা এবং পরিচালনার তত্ত্বাবধানে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

“এসো মিলি প্রাণের টানে, স্মৃতিচারণে প্রিয় শিক্ষাঙ্গনে”