আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ (অগ্রনীল কল্যাণ সংঘ)
Atigram Akul Chandra High School Alumni Welfare Association (Agranill Welfare Association)
সম্প্রীতিই শক্তি, শিক্ষাই মুক্তি
কল্যাণ সংঘ সৃষ্টির ইতিহাস
আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ সৃষ্টির কাজটি ধাপে ধাপে অগ্রসর হয়। আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু করা যায় কিনা এ বিষয়ে দেওয়ান লিয়াকত আলী ভাইয়ের সাথে আমার প্রথম আলোচনা শুরু হয় ২০২১ সালে আগস্ট মাসে, আমি তখন আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পৌছে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে প্রায় এক মাস অবস্থানকালে লিয়াকত ভাই ও ভাবীর চমৎকার আতিথেয়তা উপভোগ করার সাথে সাথে প্রায় প্রতি সন্ধ্যায় আমদের গ্রামের বিভিন্ন বিষয়ে নিয়ে নিজেদের মধ্যে কথা হয়। আলাপের একটা বড় অংশ জুড়ে থাকতো আমাদের শৈশবের স্মৃতি, গ্রামের বড়দের মূল্যবোধ ও গ্রামের উন্নয়নে তাদের ভূমিকা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ জীবনযাপন এবং ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াই সহ তাদের অবদানের নানারকম বিষয়। আমাদের এমনও মনে হয়েছে যে গ্রামের এই স্কুলটি না থাকলে আমাদের অনেকেরই হয়তো শিক্ষা গ্রহণ করা সম্ভব হতো না, কারণ আমাদের গ্রাম থেকে সবচেয়ে কাছের স্কুলটির দূরত্বও ৪ থেকে ৫ কিলোমিটারের কম ছিল না। আমারা সত্যিই আমাদের স্কুল এবং শিক্ষকদের কাছে ঋণী। স্কুলের জন্য অর্থবহ কিছু করার উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করি।
স্কুলের জন্য অর্থবহ কিছু করা অল্প কয়েক জনের পক্ষে সম্ভব নয়। তাই প্রথম ধাপ হিসাবে শুরু করি আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফেসবুক গ্রুপ, প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার প্রথম পদক্ষেপ। ফেসবুক গ্রুপের সদস্য যখন বাড়তে শুরু করে, তখন সাভার নিবাসী মামুন ভাই তার একটি পোস্টে স্কুলের ৭৫ বছর পূর্তির বিষয়টি সবার নজরে আনেন এবং একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করেন। প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ও ৭৫ বছর পূর্তির ধারণাটি উল্লেখযোগ্য ভাবে সমর্থন পায়, যার সফল পরিণতি হয় ০৭ জানুয়ারী ২০২৩ সালে প্রায় ১৫০০ বেশী প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অতিথীদের নিয়ে পুনর্মিলনী ও ৭৫ বছর পূর্তি উদযাপনের মাধ্যমে। শুরু হয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের একটি নতুন মাত্রা, শুরু হয় এর দ্বিতীয় অধ্যায়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ ও মিতালি বাড়ানোর জন্য ২৩শে এপ্রিল ২০২৩ আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রীদের জন্য ঈদ উত্তর চা চক্রের আয়োজন করা হয়। বন্ধুত্বের বন্ধন ধরে রাখা ও একে আরও সুদৃঢ় এবং স্কুলের শিক্ষার মান উন্নয়ন ও নানাবিধ কল্যাণ মূলক করার বিষয়ে আলোচনা করা হয় এবং এই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য “আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ” নামে একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুরু হলো কল্যাণ সংঘের যাত্রা। আর সদস্য সংগ্রহের যাত্রা শুরু হয় ০১ সেপ্টেম্বর ২০২৩।
স্কুলের শিক্ষার মান উন্নয়ন মূলক কার্যক্রম
২০২৪ সালের এস.এস.সি. পরিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের আয়োজন ও অভিভাবকদের সাথে মত বিনিময়
০৬ নভেম্বর ২০২৩ আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি. পরিক্ষার্থী ও পরিক্ষার্থীদের অভিভাবকদের সাথে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের পক্ষে থেকে বিষয়-ভিত্তিক বিশেষ কোচিং ক্লাসের আয়োজনের বিষয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরা হয় এবং উপস্থিত সকল অভিভাবকদেরকে স্কুলের পাশাপাশি বাড়ীতেও লেখাপড়ার তদারকির জন্য অনুরোধ করা হয়। সভার সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক।
১৪ জানুয়ারী ২০২৪ আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. পরিক্ষার্থী ও পরিক্ষার্থীদের অভিভাবকদের সাথে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের আহ্বায়ক ও অন্যান্য সদস্যদের মধ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ও কল্যাণ সংঘের আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় উপস্থিত সকল অভিভাবকদের ধন্যবাদ দেওয়া হয় এবং সকল এস.এস.সি. পরিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
খণ্ডকালীন ইংরেজি শিক্ষক নিয়োগ
আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের পক্ষ থেকে মিস মহুয়া হককে খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসাবে নিয়োগদান কার হয়েছে।
মহুয়া হক
(ইংরেজি শিক্ষক)
এস.এস.সি ২০২৪ পরিক্ষার্থীদের কোচিং-এর ব্যয়ভার যারা বহন করেছেন
আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের কোচিং-এর ব্যয়ভার (১০০,০০০ টাকা শিক্ষক সম্মানী) বহন করার জন্য যারা আর্থিক অবদান রেখেছেন তাদের নাম কৃতজ্ঞতার সাথে নিম্নে তুলে ধারা হলো।
দেওয়ান লিয়াকত আলী
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
এ.বি.এম আকতারুজ্জামান দেওয়ান
ধানমন্ডি, ঢাকা।
এ.বি.এম আসাদুজ্জামান
লুসাকা, জাম্বিয়া
মোজাহারুল আলম
ব্যাংকক, থাইল্যান্ড
জিল্লুর রহমান দেওয়ান তুহিন
উত্তরা, ঢাকা
খালেদ হোসেন সোহেল
লিমেরিক, আয়ারল্যান্ড
খণ্ডকালীন ইংরেজি শিক্ষকের মাসিক বেতন ও উৎসব বোনাস -এর ব্যয়ভার যারা বহন করছেন
আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের দুইজন আজীবন সদস্য খণ্ডকালীন ইংরেজি শিক্ষকের মাসিক বেতন ও প্রধান প্রধান উৎসব উৎসব বোনাস প্রদান করার দায়িত্ব নিয়েছেন।
দেওয়ান লিয়াকত আলী
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মোজাহারুল আলম
ব্যাংকক, থাইল্যান্ড