আমাদের স্কুল

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়টি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। মানিকগঞ্জ উপজেলা সদর থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। বিদ্যালয়টি ৪.৫২ একর জমির উপর অবস্থিত। বিদ্যালয়টিতে একটি নতুন চারতলা ভবন, একটি দ্বি-তলা ভবন, একটি একতলা বর্ধিত ভবন এবং একটি আধাপাকা ভবনসহ মোট ০৪ টি ভবন রয়েছে। বালক-বালিকাদের জন্য রয়েছে আলাদা শৌচাগার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং বালিকাদের জন্যে রয়েছে আলাদা কমনরুম। দাপ্তরিক কাজ পরিচালনার জন্য অফিস কক্ষ সহ একটি প্রধান শিক্ষকের কক্ষ, একটি সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, একটি শিক্ষক-শিক্ষিকাদের কক্ষ রয়েছে। একটি গ্রন্থাগার, একটি বিজ্ঞানাগার ও একটি কম্পিউটার কক্ষ রয়েছে। সুসজ্জিত আলমারি,  খেলাধুলার জন্য রয়েছে সুপ্রশস্ত খেলার মাঠ, খেলাধুলার সামগ্রী ও দক্ষ শরীরচর্চা শিক্ষক, নিয়মিত নামাজ আদায়, মিলাদ-মাহফিল, হাম্দ-নাত, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পূজা অর্চনা ইত্যাদি উদযাপন ও পরিচালনা জন্য রয়েছে স্ব স্ব বিষয়ে ধর্মীয় শিক্ষকসহ দায়িত্বশীল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আই. সি. টি-তে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা ডিজিটাল কন্টেইন-এ ক্লাস পরিচালিত হয়। যুগোপযোগী পদ্ধতি এবং মাধ্যম দ্বারা শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে দক্ষতা, নিষ্ঠা, আন্তরিকতা ও সৌহার্দতার সাথে শিক্ষকমণ্ডলী পাঠদান ও মুল্যায়ন করে থাকে। আছে নিয়মিত নৈতিক শিক্ষার ব্যবস্থা। বিদ্যালয়ে রয়েছে একটি শহীদমিনার এবং একটি বৃহৎ গেটসহ মোট দুইটি গেট ও সুরক্ষিত বাউন্ডারি প্রাচীর। বিদ্যালয়ের একটি বৃহৎ জলাশয় ও চারটি পুকুর আছে। এই বিদ্যালয়ের অনেক কৃতি ছাত্র-ছাত্রী, রাজনীতিবীদ, সমাজসেবক, বিচারপতি, আইনজীবী, সচিব, ব্যাংক কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদ, পি. এইচ. ডি. ডিগ্রিধারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন। এ ছাড়াও দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ও দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ২৭ই জানুয়ারী ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ কিছু মুহূর্ত।

শিক্ষক-অভিভাবক সম্মেলন

গত ১২ই মার্চ ২০২৩ইং তারিখে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সকল সদস্য সম্মেলনে অংশগ্রহণ করেন।

একই দিনে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শাহ্‌ সাইদুল আলম সহ অন্যান্য সকল সদস্য সভায় অংশগ্রহণ করেন।

ছাত্র-ছাত্রী কার্যক্রম

বিদ্যালয়ের খুদে ডাক্তারের দল। এরা প্রতি ছয় মাস পরপর শ্রেণিভিত্তিক শিক্ষাথীদের ওজন, উচ্চতা, দৃষ্টি পরিমাপ করে ও সরকারি বিধি মোতাবেক কৃমি নাশক টেবলেট খাওয়ায়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গত ২১ই ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখে আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যগন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। 

“আন্তরিকতা ও সৌহার্দতার সাথে মানসম্মত শিক্ষা প্রদানই আমাদের লক্ষ্য”