কমিটি
পুনর্মিলনী ২০২৩-এর পরিকল্পনা এবং বাস্তবায়নে নিম্নলিখিত কমিটি এবং উপ-কমিটি দায়িত্ব পালন করবে। আয়োজক কমিটির সদস্যরা পুনর্মিলনী ২০২৩-এর সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। আয়োজক কমিটির আহ্বায়ক, সহ-আহ্বায়ক এবং সদস্যগন প্রতিটি উপ-কমিটিকে সহায়তা প্রদান করবে, যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে পরামর্শ প্রদান করবে এবং সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে প্রতিটি উপ-কমিটির সভাপতি ও সহ-সভাপতির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। প্রতিটি উপ-কমিটি যেকোন প্রকার কেনা-কাটার ক্ষেত্রে একটি অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করবে।
উপদেষ্টা কমিটি
(Advisory Committee)
আটিগ্রাম, কাটিগ্রাম, কৃষ্ণপুর, নারিকোলি, রাজীবপুর, বারাহীরচর, জাগীর দিঘুলিয়া, ফরিরচর, ভগবানপুর, মির্জানগর, রাজনগর প্রভৃতি এলাকার সম্মানিত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পুনর্মিলনী ২০২৩-এর উপদেষ্টা কমিটির সদস্য। উপদেষ্টা কমিটির সদস্যগন পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে আয়োজক কমিটির প্রধানকে পরামর্শ প্রদান করবে।
জনাব শাহ্ সাইদুল আলম, চন্দদেবপুর, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি ও সদস্য উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব মোঃ শফিকুল ইসলাম (হারুন), প্রধান শিক্ষক ও সদস্য উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব দেওয়ান আব্দুর রশীদ, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব এ.বি.এম হেলাল উদ্দিন, সরকার পাড়া, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব ইয়ার হোসেন দেওয়ান, ভদ্রেরতালুক, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব আব্দুল জব্বার দেওয়ান, মির্জানগর, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব লুৎফর রহমান দেওয়ান, আটিগ্রাম, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব লুৎফর রহমান দেওয়ান (লুতু), আটিগ্রাম, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
আলহাজ্ব হোসেন সোহরাব, মির্জানগর, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব শেখ আশরাফ হোসেন, সরকার পাড়া, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব আব্দুল আজিজ দেওয়ান, নারীকুলি, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব নূর-এ আলম সরকার, কাটিগ্রাম, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
শ্রী মনোরঞ্জন রায়, আটিগ্রাম, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব আবু তালেব দেওয়ান, সরকার পাড়া, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব মোঃ বশির উল্লাহ্, মাছুরি, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব আঃ কুদ্দুস খান, কালিনগর, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব মান্নান, মাধবপুর, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
হাজী ডা: নাসির উদ্দিন খান, জাগির দিঘলিয়া, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব মোঃ সোলাইমান দেওয়ান, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
জনাব দেওয়ান আব্দুস সোবান, সদস্য, উপদেষ্টা কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
আয়োজক কমিটি
(Organizing Committee)
মুল দায়িত্ব:
পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে আয়োজক কমিটি।
আয়োজক কমিটির সদস্যগন প্রতিটি উপ-কমিটির কাজে সহায়তা প্রদান করবে এবং যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে পরামর্শ প্রদান করবে।
আয়োজক কমিটির সদস্যগন যেকোনো প্রকারের কেনা কাটার ক্ষেত্রে একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি উপ-কমিটিকে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
আয়োজক কমিটির প্রধান কমিটির অন্যান্য সদস্য এবং অন্যান্য কমিটির সাথে আলোচনা সাপেক্ষে পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠানের অনুষ্ঠান সূচির পুর্নাঙ্গ বিন্যাস তৈরী করবে এবং অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিদের সাথে যোগাযোগ করা সহ আমন্ত্রণ পত্র পৌঁছে দেবার ব্যবস্থা করবে। এক্ষেত্রে আয়োজক কমিটির সদস্য সহ অন্যান্য কমিটির সদস্যদের সহযোগিতা মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা হবে।
পুনর্মিলনী ২০২৩-এর স্বরনীকার সূচিপত্র তৈরী করবে এবং মতামতের ভিত্তিতে সূচিপত্র চুড়ান্ত করবে। স্বরণীকার জন্য সকলের কাছে বিভিন্ন শাখায় লেখা আহ্বান করা হবে এবং প্রকাশনার কাজ সম্পাদন করার লক্ষ্যে একজন সম্পাদকে দ্বায়িত্ব দিবে।
- আয়োজক কমিটির আহ্বায়ক উপদেষ্টা কমিটির সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে ও পুনর্মিলনীর বিভিন্ন বিষয়ে তাদেরকে অবহিত করবে ও পরামর্শ গ্রহণ করবে।
মোজাহারুল আলম, আহ্বায়ক, আয়োজক কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
এবিএম মহসিনুজ্জামান, সহ-আহ্বায়ক, আয়োজক কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
আওলাদ হোসেন, সদস্য সচিব, আয়োজক কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
বরুন সরকার, সদস্য, আয়োজক কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
গৌরাঙ্গ চন্দ্র সরকার, সদস্য, আয়োজক কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
শামসুন নাহার, সদস্য, আয়োজক কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
ডিলদার হোসেন, সদস্য, আয়োজক কমিটি, পুনর্মিলনী ২০২৩, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়।
অর্থ ব্যবস্থাপনা কমিটি
(Fund Management Sub-committee)
মুল দায়িত্ব:
অর্থ ব্যবস্থাপনা কমিটি পুনর্মিলনী অনুষ্ঠানের সামগ্রিক অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে।
অর্থ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ পুনর্মিলনী অনুষ্ঠানের সমস্ত আয় ও ব্যয়ের হিসাব রাখবে।
ক্রয় কমিটির প্রধান ও আয়োজক কমিটির প্রধানের অনুমোদন সাপেক্ষে অর্থ কমিটি বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নির্দিষ্ট চালান বা বিলের বিপরীতে চেকের মাধ্যমে টাকা প্রদান করবে এবং একইসাথে টাকা গ্রহণকারীর প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে প্রাপ্তি স্বীকার পত্র সংগ্রহ করবে।
- পুনর্মিলনী অনুষ্ঠানের শেষে একটি পুর্নাঙ্গ আয় ও ব্যয়ের হিসাব সকল কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করবে এবং সকল অংশগ্রহণকারীদেরকে চুড়ান্ত পুর্নাঙ্গ হিসাব জানিয়ে দেয়া হবে। প্রয়োজনে সকলের মতমতের ভিত্তিতে আয় ও ব্যয়ের সারাংশ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়েব সাইটে তুলে ধরা হবে।
আসলাম উদ্দিন (মন্টু), সদস্য এবং অ্যাকাউন্ট অপারেটর, অর্থ ব্যবস্থাপনা সাব-কমিটি, পুনর্মিলনী ২০২৩, কাটিগ্রাম।
নুরুল আমিন দেওয়ান, সদস্য এবং অ্যাকাউন্ট অপারেটর, অর্থ ব্যবস্থাপনা সাব-কমিটি, পুনর্মিলনী ২০২৩, কাটিগ্রাম।
আটিগ্রাম ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী এলাকার মানচিত্র।
নাম রেজিষ্ট্রেশন ও ফি সংগ্রহ আঞ্চলিক কমিটি
(Registration and Fee Collection Regional Committees)
আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ২০২৩ সংক্রান্ত তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার কাজ তরান্বিত করা এবং নাম রেজিষ্ট্রেশন ও রেজিষ্ট্রেশন ফি সংগ্রহ করার উদ্দেশ্যে ৬টি আঞ্চলিক কমিটি গঠনের প্রস্তাব ০২ সেপ্টেম্বরের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অঞ্চলগুলো হচ্ছে, ক. আটিগ্রাম (পুর্ব ও পচ্চিম আটিগ্রাম, অনন্তপুর, বাসাই ও চন্দদেবপুর), খ. মির্জানগর (মির্জানগর ও পুরাপাড়া), গ. কাটিগ্রাম (কাটিগ্রাম, কোষাডাঙ্গা, মালটিয়া ও ভগবানপুর), ঘ. কৃষ্ণপুর (কৃষ্ণপুর, রাজিবপুর, মকিমপুর ও চরমত্ত), ঙ. জাগির দিঘলিয়া (জাগির দিগুলিয়া, কালিনগর, মাছুরি, মাধাবপুর, নারিকুলি), এবং চ. রাজনগর (রাজনগর, মাঝি পাড়া ও সরকার পাড়া)। নাম রেজিষ্ট্রেশন ও রেজিষ্ট্রেশন ফি সংগ্রহের কাজ আরও তরান্বিত করা ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সাভারে আরও একটি আঞ্চলিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিটি অঞ্চল থেকে একজন আঞ্চলিক কমিটি প্রধান ও একাধিক সদস্য নিয়ে নিম্নোক্ত কমিটি গঠন করা হয়েছে । জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সব কয়েকটি আঞ্চলিক কমিটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে সকলের সহযোগিতায় একান্ত ভাবে কাম্য।
আঞ্চলিক কমিটি
মোঃ জসিম উদ্দিন, সার্বিক সমন্বয়কারী, সকল আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৭-৮৭৬৮৫৭।
আহসান হাবীব (লাবু), প্রধান, আটিগ্রাম আঞ্চলিক কমিটি, আটিগ্রাম, পুনর্মিলনী ২০২৩।ফোনঃ ০১৭৫৪-৪৫২৭৫৬।
প্রশান্ত সাহা, সদস্য, আটিগ্রাম আঞ্চলিক কমিটি, আটিগ্রাম, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭৭৮-৬৬০২৭৪।
মিজানুর রহমান, সদস্য, আটিগ্রাম আঞ্চলিক কমিটি, আটিগ্রাম, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৮৮০-৮৪৬৪৬৬।
আতিকুর রহমান আশিক, সদস্য, আটিগ্রাম আঞ্চলিক কমিটি, আটিগ্রাম, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৮৬৩১৭৭৭৩০।
আলতাফ হোসেন, সদস্য, আটিগ্রাম আঞ্চলিক কমিটি, আটিগ্রাম, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭৬৪-০৫০১১১।
রিয়াজুল ইসলাম, প্রধান, মির্জানগর আঞ্চলিক কমিটি, মির্জানগর, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১১-৯৩৭৫৭৮।
মোঃ রবিন হোসেন দেওয়ান, সদস্য, মির্জানগর আঞ্চলিক কমিটি, মির্জানগর, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৮-৬৬৮০৪৬।
এহতেশামুল হক, প্রধান, রাজনাগর, রাজনাগর আঞ্চলিক কমিটি, রাজনাগর, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৬-০৫৯৫৯১।
মোঃ মোস্তাক আহমেদ, সদস্য, সরকার পাড়া, রাজনাগর আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৬১১-১৮৭৯৭৯।
সোদাম কুমার বর্মণ, সদস্য, রাজনাগর আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৩-৫৪৩১৫৩।
মোঃ বাদল হোসেন, সদস্য, রাজনাগর আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৬৮৮-৩০৬৯৮৬।
যতিন্দ্র চন্দ্র মন্ডল, প্রধান, কোশাভাঙ্গা, কাটিগ্রাম আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১২-০০৭৬৫৬।
ইয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কাটিগ্রাম নতুন বাজার, কাটিগ্রাম আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭৬০-৯৮৫৮৬৪।
সায়েদুর রহমান, সদস্য, মালটিয়া, কাটিগ্রাম আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৮২৩-২৫২৫৩৫।
মোঃ রানা খান, প্রধান, জাগির দিগুলিয়া, জাগির দিগুলিয়া আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭৯৮-৩৩১০৪০।
জহিরুল ইসলাম, সদস্য, কালিনগর, জাগির দিগুলিয়া আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭২২-১৪৭৫২২।
নজরুল ইসলাম, সদস্য, মাছুরি, জাগির দিগুলিয়া আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৯-৬৮৪১৭২।
সাইফুল ইসলাম, সদস্য, মাধাবপুর, জাগির দিগুলিয়া আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭২১-৫৮১৫১৯।
নাঈম ইসলাম, সদস্য, নারিকুলি, জাগির দিগুলিয়া আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭০৩-০১৫৬৮৩।
আতোয়ার রহমান শামীম, প্রধান, কৃষ্ণপুর, কৃষ্ণপুর আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৬-৩০৭৬৮৫।
ইয়ার হোসেন, সদস্য, রাজিবপুর, কৃষ্ণপুর আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৪-৫৪৮০৫৮।
মোঃ শহিদ আনোয়ার (মামুন), প্রধান, সাভার, সাভার আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৯২১-৬৪৬৩৯২।
মোঃ জাকির হোসেন, সদস্য, সাভার, সাভার আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৯১৪-৯১৭৪৩৯।
মোঃ আজাহার আলী দেওয়ান, সদস্য, সাভার, সাভার আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭১৮-৫৬৪৬৫৩।
জিল্লুর রহমান (সাগর), সদস্য, সাভার, সাভার আঞ্চলিক কমিটি, পুনর্মিলনী ২০২৩। ফোনঃ ০১৭৩৪-০৯৬৫৫৫।