অনলাইনে আবেদনপত্র জমা

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের সদস্য হওয়ার আবেদন অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্কুলের আগ্রহী প্রাক্তন ছাত্র-ছাত্রীরা নিম্নের অনলাইন ফর্মে আবেদনকারীর প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের মাধ্যমে জমা দেওয়া সকল ব্যক্তিগত তথ্য একমাত্র সংঘের কাজে ব্যবহার করা হবে। শুধু মাত্র সদস্যদের নাম, ছবি, সদস্য আইডি নম্বর ও বর্তমান ঠিকানা ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই করনীয়।

ক. যারা অনলাইনের মাধ্যমে সদস্য পদের জন্য আবেদনপত্র জমা করতে চান তাদেরকে হার্ড কপি ফর্ম হাতে পূরণ করার প্রয়োজন নেই।

খ. অনলাইন ফর্ম পূরণ করার সময় আপনাকে অর্থপ্রদানের তথ্য যোগ করতে হবে। তাই বিকাশ 01714-978499 অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমান ফি Send Money এর মাধ্যমে জমা করুন এবং ট্রানজেকশন আইডি নির্ভুল ভাবে লিখে নিন। ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আগ্রনী ব্যাংকের সঞ্চয়ী অ্যাকাউন্ট নম্বর 0200021066030 ও নাম MD HABIBUR and MD ASLAM and ABDU ব্যাবহার করুণ। টাকা জমার রসিদের একটি ছবি তুলে নিন এবং ট্রেস আইডি নির্ভুল ভাবে লিখে নিন। ভুল করে অন্য কোন অ্যাকাউন্টে ফি-এর টাকা জমা দিলে কমিটি এর কোন দায়িত্ব নিবে না, তাই সাবধানতা অবলম্বন করুণ।

গ. আবেদনপত্র জমা দেওয়ার জন্য আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে নিন। ছবির সাইজ যেন ৫০০ কিলোবাইটের বেশি না হয় সেদিকে খেয়াল রাখুন। আপনার এই ছবিটি আইডি কার্ডে ও ওয়েব সাইটে ব্যবহার করা হবে।

বিঃদ্রঃ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে কোন প্রকার অসুবিধার জন্য ০১৭১৭-৮৭৬৮৫৭ (জসিম উদ্দিন) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

আবেদনপত্র

সম্প্রীতিই শক্তি, শিক্ষাই মুক্তি